বিদায়ের মায়া
                  


সেই যে ফিরে গেল আর এলো না
কেন ফিরে গেল জানা হলো না।
কোন অভিমানে চোখে জল এনে
কি যে বলে গেল বোঝা গেল না
সেই যে ফিরে গেল আর এলো না।
আকাশ জুড়ে ছিল ঘন মেঘমালা
কোন যে শোকের ছায়া বাড়ায় জ্বালা
সাথী হারা হয়ে একা থাকি বসে
কোন পথে পাবো তারে জানা হলো না
সেই যে ফিরে গেল আর এলো না
কেন ফিরে গেল জানা হলো না।
সেই যে ফিরে গেল আর এলো না
কেন ফিরে গেল জানা হলো না।
          (সঙ্গিতে রূপায়িত)