আমি যেন কোন বটবৃক্ষ অনেক প্রাচীণ
কোন কালে জন্ম ছিল, কোন যুগে,কোন শতকে
কিছুই পরে না মনে আর এখন আমার।
সময়ের স্বাক্ষী হয়ে দাঁড়ায়ে রয়েছি আমি তাই
অচল,মূর্খ এক সমাজবিহীণ।


কোন কালে ছিল জানি অঙ্গসজ্বা শাখায় শাখায়
লতা,গুল্ম,পত্র আর পাখি সাধারন
খেলত আমার ছায়ে করত গুঞ্জন।
কত পথ পারি দিয়ে পথিক বসত এসে হায়!
আমার দীঘল ঘন ছায়।
কত বৃদ্ধ, নওজোয়ান, যুবক,যুবতি আর নারী
বসত আমার তলে কলরবে ভরে যেত শুধু
আমার সে পরিবার মায়াময় এই সংসার
অকৃত্রিম মায়া আর ভালবাসার।


এখন আমার কিছু নাই
এখন আমি যে এক লতা,গুল্ম,পত্রহীণ, শক্তিহীণ শুধু
এখন আসে না আর ফাগুণের দুপুরের মর্মর ধ্বণি
এখন আমার কোলে পাখি নাই শাখি নাই মরুময় ধু ধু।