আজ এই শুভক্ষণে তোমাদের হাসি মুখ খানি
     দেখছি যে বারবার। যত আছে কষ্ট বুকে,  যত আছে গ্লাণি,
     ভুলতে চেয়েছি আমি। ভুলাতেও চেয়েছি যে ক্ষত
     হৃদয়ের ভাষা নাই, দুঃখ কষ্ট বুকে শুধু বাজে শত শত।
     তবুও হাসতে চাই, পরে থাক এ চোখের যত অশ্রুভার
     মিশে যেতে চাই আমি তোমাদের কোলাহলে চাই হাসবার।
     তোমাদের জীবনের স্নেহ, প্রেম, অনুরাগ গীতিময় হোক
     তোমাদের জীবনে মায়া আর মমতার বন্যা আসুক।
     দুর থেকে আজ শুধু দেখে যেতে চাই আমি সুখের প্লাবণ
     আমার দুচোখ জুড়ে নামলে নামুক তবে জলের শ্রাবণ।
     আমার দুখের তাপে তোমাদের হাসি গান অম্লান হোক
     প্রেম,প্রীতি অনুরাগে ভরে যাক আজ এই মঙ্গললোক।।


                 ( বিদায় অনুষ্ঠানের জন্য লেখা)
৭/৭...।।১৪