অনুভব
শরীফ আহমাদ।


যে দিকে তাকাই মায়া জাগে শুধু মায়া
হৃদয় পূণ্যময়
যে দিকে তাঁকাই  ভাল লাগে সব কিছু
দু' চোখ ধন্য হয়।
বড় প্রেম জাগে মায়াবী শুদ্ধ নারীর
চোখেতে পরলে চোখ
বড় আশা জাগে  অবোধ সরল শিশুর
দেখছি যখন মুখ।
বড় ব্যথা লাগে যখন দেখছি এখানে
ঋদ্ধ হৃদয়ে ক্ষত
বড় ক্ষোভ লাগে বিনা দোষে শিশু, নারী
মরছে যে শত শত।
বড় সাধ জাগে হৃদয় তিমিরে গভীরে
হাজার বছর বাঁচার
বড় ভয় লাগে মূর্দার জানাজায়
কি আর থাকে আশার।
বড় ঘোর লাগে দেখছি যখন সকলে
ছুটছে উর্ধ্বশ্বাসে
বড় শোক জাগে প্রিয়জন চলে গেলে
ঐ দুর মহাকাশে।
বড় অনুরাগ, প্রেয়সীর ঐ চোখে
চোখ যদি পরে যায়
বড় পাপ জাগে ছয়টি শ্বাপদ যখন
বুকের রক্ত খায়।
১০/৪০