একটি মলিন ফুল
শরীফ আহমাদ।


আমার শুকনো বাগানের 'পরে এসেছিল কবে ঝড়
সবকিছু গেল নিয়তির শাপে শূণ্য বাগান 'পর।
ঝড়ে গেল কত মধুর বিধুর স্বপ্ন যেন আমার
ঝড়ে যাওয়া সেই স্বপ্নগুলো যে ধূলোতেই একাকার।
ঝড় চলে গেল কুড়োই এখন মলিন স্বপ্নফুল
বেলা বয়ে যায় ফুল কূড়াতেই হয়ে থাকি মশগুল।
কয় দিন পরে জানালার পাশে দেখলাম জবা গাছ।
আমারই মতন শুকনো, মলিণ পুরাতন কারুকাজ।
ডালপালা, পাতা, একটি, দুইটি নাই নকশার সাজ
তারে আমি বলি "বন্ধু আমার, ফুল কি ফুটেছে আজ?"
বলল সে ধীরে, অস্ফুটে যেন করুণ, আর্ত স্বরে
লজ্বায় আর বেদনায় তার দু'চোখে অশ্রু ঝরে।
"সময় হয়নি, আরো কিছুকাল বসে থাকো কোন মতে"
কবে ফুল ফোটে, সেই ভরসায় বসে থাকি ধূলো পথে।
বললাম আমি, "বসন্ত যায় আরো কত কাল বাকি?
আমার শুকনো বাগানের গাছে কবে সে ডাকবে পাখি!"
পথের ধূলোয় মলিন কাঠিতে জীবনের ছবি আঁকি
বসন্ত যায় আমার স্বপ্ন ব্যর্থ কি তবে নাকি!
শেষ সন্ধ্যায় ফিরবো যখন, বলল সে জবা গাছ
"আমার শাখায় একটাই ফুল ফুটেছে এখানে আজ"।
দেখলাম আমি শীর্ণ শাখায় একটি মলিন ফুল
কানে কানে বলে," ক্ষমা করো প্রিয় নিও না কিন্তু ভূল।"
বলল সে শেষে, ক্ষীন স্বরে যেন "তোমাকে বন্ধু সেলাম
'একটি মলিন ফুল' তোমাকেই বিদায়ে দিয়ে গেলাম"।
১৩/৩