আমি নির্বাক হয়ে চেয়ে থাকি তার পানে
কত যে সুখের ঢেউ জাগে গানে গানে
কত আঁখিজল কত যে করুণ হাসি
কত যে আঘাত তবু তোরে ভালবাসি।


এ তীরে দাঁড়ায়ে দেখেছি ভাঙ্গার গান
কত না সুখের মিনার হয়েছে ম্লাণ
ও তীরে দাঁড়ায়ে দেখেছি গড়ার সুর
চারদিকে তার মিশে যায় কলতান।


এই যে ভাঙ্গন এই যে সৃষ্টি সুর
যেখানে মানুষ সেখানেই সুরাসুর
এই দেখছি প্রিয়মুখগুলো চেয়ে
আবার যাচ্ছে কোন দূর দেশে ধেয়ে।


এখানে হচ্ছে সৃষ্টি এবং ক্ষয়
এই খেলাঘরে জয় আর পরাজয়
কত যে সাধনা ক্ষনে ক্ষনে ভেঙ্গে যায়
সিন্ধু জোয়ার বুকে তাই উছলায়।


এখানে দুঃখ, শঠতা, দৈণ্য, দাগ
আকাশ ছোঁয়ানো স্বপ্ন দিচ্ছে ডাক।
যতই দেখছি হারিয়ে যাচ্ছে বাক
কান্না হাসির জোয়ারে আমি অবাক।