আজ লক্ষ তারার ফুলে ফুলে
      বাসর আমার সাঁজলো গো
      অন্ধকারের বন্ধ ঘরেই
      মনের সানাই বাঁজলো গো।
      কালো দেহের দিগবালিকা
      ছিন্ন ফুলের লাল মালিকা
      নিযুত তারার সেই গাঁলিচা
      বিশ্ব মাঝে ছড়ালো
      আজকে আমার অলিক ভয়ের
      অলক বাঁধন জড়ালো।
      আজ মুক্ত পবন স্বপ্ন দেখায়
      মনের খাতার কল্প লেখায়  
      মুক্ত হলো অন্ধকার
      ঝড়ের বেগে খুললো এখন
      রাজপ্রাসাদের বদ্ধদ্বার।
      জীর্ণ আলো মুক্ত হলো
      আমার মনের মুকুরে
      শিহরে আজ সুপ্ত তনু
      মগ্ন এ রাত দুপুরে।
      গগণ মেয়ের তন্দ্রা এলো
      সাজাতে আজ বাসর সাজ
      ললাটে তার চন্দ্র টিপ
      স্রস্ত হল শাড়ির আঁচ।


     ৬/২......১৪