ঐ দুর দুর অচেনা সে কোন দেশে
     ঐ যে দুরের অজানা ও কোন দেশে,
     কোন সে সুখের অসুখ কিনতে ওখানে যাচ্ছো চলে
     তবুও যাচ্ছো একটি সাগর সুখটা কিনবে বলে।
     তুমি জানো কিনা আমি তা জানি না, শুধু জানি তুমি ভূল
     সুখের সাগরে সাঁতার কাটতে গিয়ে
     ফিরে তো পাবে না কুল।
     স্বপ্ন তোমার পূর্ণ হবে না জানো
     একুলে তোমার হৃদয় পিন্ড ছিল
     হয়ত সে কথা মানো না অথবা মানো।
     এখানেই ছিল তোমার তীর্থ, তোমার স্বর্গজয়
     তুমি তা খোঁজনি ও সব বোঝনি
     তাই ভুল করে জীবন করছো ক্ষয়।
     বুঝলে না মেয়ে আজোও বোঝনি ঐ খানে সুখ নাই
     তবুও গেলেই আমাকে ফেলেই
     সুখের সাগরে ডুব দিতে গিয়ে ভূলে
     তাই মেয়ে তুমি সুখের অসুখে মরেই যাজ্ছো তাই।
     একটি দন্ড ভাবলে না চোখ বুঁজে
     ওখানে তোমার কোন দিনও আর অাপন পাবে না খুঁজে
     জানি তুমি মেয়ে কোন একদিন এখানে আসবে ফিরে
     এখানে দৈণ্যে, দুঃখে, কষ্ঠে, স্বপ্ন দেখার ভিড়ে।
     শোন মেয়ে আজ এখন হয়ত আমায় হচ্ছে স্মরণ
     পলে পলে আজ বুকের মধ্যে বাড়ছে রক্তক্ষরণ।


     যদি মনে হয় কোন একদিন একবার শুধু এসো
     জীবন সন্ধ্যাপারে,
     আমার সন্ধ্যা তোমার সন্ধ্যা হয়তোবা কোন দিন
     এক আঁধারের অতল গর্ভমুলে
     হারিয়েও যেতে পারে।
২৫/৩৪