এমন সোনালি দিন কবে আর ফিরে আসবে
      এমন মধুর হাসি কে আবার বল হাসবে।
      এমন মায়াবি কথা কে আবার বলতে পারে
      এমন ছন্দে চলা কে আবার চলতে পারে।
      এমন চোখের চাওয়া কেবা আর চাইতে পারে
      এমন নৌকো বাওয়া কেবা আর বাইতে পারে।
      এমন মধুর সুরে কেবা আর গাইতে পারে
      এমন শেষের যাওয়া কেবা আর যাইতে পারে।
      এমন লগ্ন বল কবে আর আসতে পারে
      এমন গভীর ভাল কেবা আর বাসতে পারে।
      এমন স্বপ্নসুখ কেবা আর বল দেখাবে
      এমন অতল প্রেম কেবা আর বল শেখাবে।
      এমন সন্ধ্যা আর হয়তোবা ফিরে আসবে না
      এমন আপন জেনে হয়তোবা কেউ শাসবে না।
      এমন ছলনা আর কোন দিন কেউ ছলবে না
      এমন প্রেমের দ্বিপ কোন দিন আর জ্বলবে না।
      এমন অনড় চোখে চোখে আর কেউ দেখবে না
      এমন প্রেমের গাঁথা কোন দিন কেউ লিখবে না।
      এই যে সন্ধ্যাময় এই যে মমতাময় বিদায় লগণ
      কয়টি নিমেষ পরে দুজনেই ফিরবো যখন
      দু'জনের দুই চোখে দুই ফোঁটা শুধু নোনাজল
      আমাদের জীবনের হয়তোবা হবে সম্বল।


         ২৫/২৭.........রংপুর।