আবার আসবে সোনালী, মধুর দিন
    কিশোরীর চোখে সূর্য ঝিলিক দেবে
    আবার আসবে সুখের স্বপ্ন দিন
    কৃষকের কাছে ধনিরা শিক্ষা নেবে।


    আবার আসবে জনতার বুকে জোয়ার
    বাঁধ ভাঙ্গা ঢেউ ঝঞ্ঝার বেগে আসি
    ভেসে নিয়ে যাবে ব্যর্থ, প্রাচীণ আর
    জীর্ণ, করুণ, পচা, পুরাতন,বাসি।


    আবার আসবে হয়তোবা কোন দিন
    যে দিন ঘুঁচবে ছোট, বড় ব্যবধান
    শূদ্র, বৈশ্য, মেথর আর কুলিন
    বিভেদ প্রাচীর হয়ে যাবে খান খান।


     আবার আসবে সেই দিন ফিরে জানি
     মানুষ হবে না মানুষের কোন দাস
     মানুষ মানুষে খুণাখুণি হাণাহাণি
     চীরতরে হবে বন্ধ দম্ভ,  ত্রাস।


২৭/