এ দেশের মাটি, এ দেশের জল পাখির কণ্ঠে গান
     ফসলের মাঠ, বায়ু সুশীতল, ফুলের বুকেতে ঘ্রাণ
     এই সব কিছু সকলই শুধুই তোমার
     সকলই তোমার দান
     তুমি রাখো প্রভূ এ দেশের সন্মান।


     সুফলা এ দেশ, এ দেশের বুকে কত যে অথৈ নদী
     জল কলকল, কুল ভাঙ্গা স্রোত, বাধাহীণ তার গতি
     এই সব কিছু সকলই শুধুই তোমার
     ছুটছে যে নিরবধি
     তুমি ধরে রাখো এই যে নদীর গতি।


      এ দেশের বুকে সাগরের ঢেউ পাহাড় সমান দোলে
      সাগরের বুকে পাহাড় সমান নৌকো, জাহাজ চলে
      এই সব কিছু সকলই শুধুই তোমার
      সূর্য নিত্য জ্বলে
      প্রতি সন্ধ্যায় ডুবছে সাগর তলে।
      
      এ দেশের বুকে অবারিত মাঠ সবুজে, শ্যামলে ঢাকা
      ছায়া সুনিবিড়, কুঞ্জ বিথিকা সবুজের পটে আঁকা
      এই সব কিছু সকলই শুধুই তোমার
      রক্তে সবুজে মাখা
      তোমার দয়ায় প্রতিটি দিনেই রক্তকমল রাখা।