তুমি সুন্দর, তুমি মহীয়ান, তুমি গরীয়ান অতি
     আজি সহস্র, লক্ষ, অযুত, অথবা অশেষ কোটি
               ভক্তি তোমার প্রতি।
    
     তুমি দয়াবান, চীর অম্লান, তোমার তুলনা নাই
     জীবনে, মরণে, তোমারই স্মরনে, তোমারই চরনে তাই
               মাথা নত করে যাই।


     বিশ্বের মাঝে যা কিছু রয়েছে অগনিত পরিমান
     মানব জাতিকে বাঁচানোর তরে সবই যে তোমার দান
               রাখো আমাদের মান।


     তোমারই জন্য জীবন মোদের তোমারই জন্য ক্ষয়
     আমরা ক্ষুদ্র, অনু পরিমান ভয় আর সংশয়
               রাখো সদা নির্ভয়।
    
     নিদ্রা, ক্লান্তি, ক্ষুধায় কাতর, কামনায় জর্জর,
     হিংসা, লালসা, ক্ষোভের তাড়না মনে থাকে ভরভর
               মোদের করো না পর।


     রিপুর তাড়নে অজ্ঞানতায় পথ যদি ভূলে যাই
     মোদের দিও না অভিসম্পাত, চরণে দিও গো ঠাঁই
               তুমি ছাড়া কিছু নাই।


     সাগর, পাতাল, গিড়ি, অরণ্য, শূণ্য, পবন, ভুমি
     ক্ষুদ্র, বিশাল, যা কিছু সৃষ্টি সকলে তোমায় নমি
                  সবখানে শুধু তুমি।


     শয়নে, স্বপনে, জীবনে, মরণে, ঠাঁইটুকু শুধু দিও
     কালিমালিপ্ত অন্ধ হৃদয় নির্মল করে নিও
                  তুমিই আমাদের "প্রিয়"।।


            ২/১.......২০১৫