যে ছিল তোমার অন্তরে অন্তরে
     বুকের ভিতরে নিভৃতে যতন করে
     চীরকাল ধরে রেখেছো বিজন ঘরে
     তার তরে কেন আজ অকারনে চোখ ফেটে জল পরে।


     যে ছিল বন্ধু সকল দুখে ও সুখে
     জীবনের মানে পেয়েছো যাহার মুখে
     অতীব যতনে স্বপ্ন একেছো চোখে
     লেখা হল সেই দগ্ধ কবির কবিতার ছেড়া বুকে।


     যে ছিল তোমার সকাল, সন্ধ্যা, রাতি
     জিবন, মরন, কল্পলোকের সাথি
     দুচোখের জলে ভাসছো দিবস রাতি
     কোন গৃহহীন দেশে চলে গেল খাচার শিকল কাটি।


     যে ছিল তোমার আলো ও অন্ধকারে
     যে ছিল তোমার জিবন সন্ধ্যা পারে
     চলে গেল আজ সেই চীর অভিসারে
     তুমি ঘরে একা, কোন দিন আর ফিরে তো পাবে না তারে।
      ৮/২৪.........১৫