যখন গিয়েছে দেখা আমার মুষ্ঠিহাত
       আকাশের ঐ নীলাচলে
       পৃথিবীর মানুষেরা বাহির হয়েছে পথে পথে।
       দুচোখ মেলেছে সবে ঐ হিমাচলে
       কলরবে, গুঞ্জণে সকলে হয়েছে তাই জড়ো
       ভাষাহীণ হলো তারা বড় কৌতুহলে।
       আমার মুষ্ঠিহাত যখন গিয়েছে দেখা
       সহসাই ঐ মহাকাশে
       বিষ্ময়ে হতবাক পৃথিবীর মানুষেরা
       বেদনায় দুই চোখ নীল হয়ে আসে।
       গিয়েছে যখন দেখা আমার মুৃষ্ঠিহাত
       সৃূর্যের ঐ সিমানায়
       গ্রহ,তারা,ধুমকেতু,নীহারিকা,ছায়াপথ
       পথভূলে সহসাই থমকে দাড়ায়।
       দানবের দুই চোখে নেমে আসে মহাভয়
       চোখ তার হয়ে আসে ক্ষয়।
       আমার মুষ্ঠিহাত সৃষ্টির বিষ্ময়,অশেষ, অজয়।
       আমার মুষ্ঠিহাত সীমাহীন ঐ সীমানায়
       আকাশ ফুড়িয়ে আজ আকাশে দাড়ায়।
       যুদ্ধের দানবের মরনের সহচর
       বিজলীর মহাঘাতে দৃষ্টি হারায়।
       মানুষের পৃথিবীর সভ্যতাবিনাশীর মারনাস্ত্র মিসাইল যত
       পারমানবিক বোমা ফণা উদ্ধত
       নাগিণীর ক্ষুরধার বিষাক্ত ক্ষত
       ধ্বংসের মহাভয়ে তোমাদের হৃদপিন্ড ক্ষতবিক্ষত।
       আমার মুষ্ঠিহাত তখনও দাড়িয়ে থাকে
       যদিও শতাব্দী অনেক হয়ে যায় গত।।
            রংপুর। ২৩/৩/১৭...১/৩৬