আমার হাতে কালি, মুখে কালি,
   আরো কালি লেগে আছে জোড়া দুই পায়ে
     কালিতে জীবন হল শুধু কালোময়।
    অশনি কালির দাগে, কালির সে অনুরাগে,
     কালিতে জীবন হল দুঃখকষ্টময়।
    মুখে মোর কালি আছে লজ্বা পাই সারাটি প্রহর।
   কেমনে দেখাই মুখ, মুখ জুড়ে শুধু অন্ধকার,
   স্বজনেরা দ্যাখে তাই বড় কৌতুহলে,
   তারা শুধু বলে,
,, এমন অন্ধ মুখ দেখিনাতো আর,,।
  যতনে সাজাই কথা বলতে চেয়েছি আমি
  অতিশুদ্ধ স্বরে।
  কালিমাখা মুখে দেখি সব কথা হয় এলোমেলো।
  বড় কষ্টে মুখজুড়ে একটুখানি মায়া টেনে আনি
  হয় যদি দয়া কারো অনু পরিমান,
     কালির কলংকে আজ সব মায়া চৈত্রে শুকালো।
   পায়ে মোর কালি আছে তাই,
   পথ ভুলে অন্ধকারে অন্য পথে যাই।
  যে পথে কালির দাগে চীর অন্ধকার
  যে পথ বন্ধু হয় শুধুই কাঁটার।
  মাটিতে পরে না যেন আমার পায়ের কোন রেখা,
অপয় হয়েই তাই বসে আছি অন্ধকারে একা।
  হাতে মোর কালি আছে কেমনে করতে যাই কাজ।
  কেমনে সাজাই ফুল, ফুল যদি হয়ে যায় কালো,
  তাই থাকি বসে বসে মুখ ভর্তি অর্থহীন লাজ।
  অকর্মা হয়েই তাই বসে থাকি হয়ে যাই মন্দের ভালো।
  চোখে মোর কালি আছে নাই যেন কণাটুকু আলো,
  চোখজুড়ে সুন্দরের চিহ্নটুকু নাই যেন আজ
  জগতে যেটাই দেখি সব যেন মনে হয় কালো।
  কালিতে সারাটি দেহ করছে বিরাজ।
   কালিমাখা এই চোখমুখ কালিই বিরাজ করে সারাদেহময়।
  আমার প্রভূর সাথে কেমনে করতে যাই দেখা।
  লজ্বায় মরছি তাই কোন খানে উপাসনালয়
  যেখানে আলোর পাবো দেখা,
   যেখানে আলোয় হবে সকল কালো
    আলোময় সুন্দরের রেখা।।
৭/৪.....১৬