(১)
   আমরা সবাই শিক্ষা সেনা শিক্ষায় মোরা হারবো না
   শিক্ষায় শান্তি শিক্ষাই মুক্তি শিক্ষার পরাজয় মানবো না।
   শিক্ষার আলো মুক্তির আলো ঘরে ঘরে মোরা জ্বালাবো
   শিক্ষায় শক্তি শিক্ষাই জীবন শিক্ষার পতাকা ওড়াবো
   শিক্ষায় হবো আলোকিত, শিক্ষার অপমান সইবো না।
   শিক্ষায় শান্তি শিক্ষাই মুক্তি শিক্ষার পরাজয় মানবো না।
   আমরা সবাই বিশ্বমাঝে শিক্ষার সূর্য জ্বালাবো
   শিক্ষায় হব সভ্য সুন্দর সমাজের অপরাধ ঘোঁচাবো।
   জীবন হবে জীবনের সাথী জীবনের জয়গানে হাসবো
   শিক্ষায় হবো সৃষ্টির সেরা সৃষ্টিকে ভালবাসবো।
   পৃথিবী আমাদের আমরা পৃথিবীর স্রষ্টায় অবহেলা করবো না
    শিক্ষায় শান্তি শিক্ষাই মুক্তি শিক্ষার পরাজয় মানবো না।
                          (২)
     আমরা সবাই শান্তি সেনা শান্তি শপথ আজকে হোক
     শান্তি সেনার রক্ত দিয়ে উষর জমিন সুজল হোক।
     শান্তি সেনার নিঃশ্বাসে আজ তিক্ত বাতাস মুক্ত হোক
     শান্তি সেনার আশির্বাদে শোকের বাণি শক্তি হোক।
     শান্তি সেনার অস্ত্রে আজি বিশ্ববাগে ফুল ফুটুক।
     আমরা সবাই শান্তি সেনা শান্তি শপথ আজকে হোক।
     শান্তি সেনার চোখের আলোয় দুর্বলেরই চলার পথ
     নিঃস্ব জনে স্বপ্ন দেবে আজ তাহাদের এই শপথ।
     শান্তি সেনার কুজকাওয়াজে অত্যাচারীর বুকের ভয়
     শান্তি সেনার চোখের লালে যুদ্ধবাজের বুদ্ধি ক্ষয়
     শান্তি সেনার রুদ্ধচোখে বিশ্বজনের স্বপ্নলোক।
আমরা সবাই শান্তিসেনা শান্তিশপথ আজকে হোক
শান্তিসেনার রক্ত দিয়ে উষর জমিন সুজল হোক।
                            (৩)
     আর নয় আর নয় হিংসা ও যুদ্ধ, আর নয় আর নয় দুঃখ দারিদ্র
     চাই না চাই না ধ্বংসযজ্ঞ, আমরা চাইনা অশ্রু ও রক্ত।
     আমার মায়ের সোনার ছেলে, লুটায় কেন পথের ধুলে
     রক্তমাখা ছিন্ন দেহ, হেলায় পরে মাটির কোলে।
     নিস্পাপ শিশু মায়ের কোলে, ঝাঁঝড়া হলো গুলির ঘায়ে
     নারী, বৃদ্ধ নির্দোষ যারা, মৃত্যু হলো যুদ্ধের দায়ে।
     বসতবাড়ি, উপাসনালয়, শিক্ষালয় আর চিকিৎসালয়
     ধ্বংস হলো ধ্বংস হলো, খাদ্যালয় আর শিল্পালয়।
     আর নয় আর নয় হিংসা ও যুদ্ধ, চাই না চাই না ধ্বংসযজ্ঞ।


স...।।