যখন আসবে তুমি কোন এক সন্ধ্যার পারে
     আমি আছি ভাষাহীণ, অপলক দৃষ্টি শুধু আছে।
     পশ্চিম সীমান্তে মেঘ ঢাকছে যে ম্লাণ অন্ধকারে,
     আমি আছি সঙ্গিহীণ পথের কিনারে।
     মাথায় করছে ভিড় কোন কথা বুঝি না কিছুই,
     এ কথার কোন মানে, কোন রূপ, খুজিনা কিছুই।
     অকারন বসে আছি দৃষ্টি অনড়
     তুমি এসে বসে আছো কোন ক্ষণে! পাশে যেন
     সে আমার নেই তো খবর।
     নিরবেই ফেরালাম অবশেষে দু'টি চোখ
     তোমার সে দু'চোখের প'রে।
     দেখলাম সন্ধ্যার ম্লাণ রূপ মিশে যেন আছে,
     তোমার সে মুখের ওপরে!


৩/১১.....১৫