আমাকে বন্ধু বানাতে তুমি কোনদিন চাওনি,
তাই আমার ফ্রেন্ড রিকুয়েস্ট অ্যাকসেপ্ট করোনি।
আমার আর কি করার ছিল বলো,
বাধ্য হয়ে তোমাকে ফেসবুকে করেছিলাম ফলো।
তুমি পাবলিক পোস্ট করবে সেই আশায়,
আমি অপেক্ষায় বসে থাকতাম তোমার ভালবাসায়।
তোমার কোঁকড়া চুল আর বুকের খাঁজ,
চোখের প্রজেক্টরে ভেসে উঠতো তার কোলাজ।
কেঁপে উঠতো তোমার লিপস্টিক লাগানো ঠোঁট,
স্টারমেকারে যখন তুমি গাইতে হাই নোট।
পরে প্লাজো সালোয়ার আর পায়ে হিল,
তুমি কনটেন্ট ক্রিয়েটর সেজে বানাতে রিল।
তোমার বন্ধুত্বের অপেক্ষায় কত রাত জেগেছি,
তাই এতদিন তোমার ফলোয়ার হয়েই থেকেছি।
আমি তোমার অপরিচিত,তুমি আমার অপরিচিতা;
ভাবতাম বন্ধুত্বের পরে হবে ম্যাসেঞ্জারে কথা।
যেদিন তোমার রিলেশনশিপ স্ট্যাটাস হল অ্যানগেজড,
আমার জন্য তোমার দরজা হল ক্লোজড।
তাই নিজেকে সামলে তোমাকে আনফলো করলাম,
অনেকদিন পরে আবার বিরহে কলম ধরলাম।