পুরনো অপু-পর্ব-১
//////////////////////////
কেমন আছো অপর্ণা?
আমার মুখটা কি মনে পড়ছে না?
ভাবছো-
কে তুমি?
এত চেনা অচেনা ভিড়ের মাঝে
তোমার মুখ কেমন করে যায় চেনা।
হয়তো ভাবছো -
কেমন করে পেলাম তোমার ঠিকানা।

ছাব্বিশ টা বছর ধরে ফাগুন আজও অধরা
জীবন খাতার পাতায় পাতায়
বিয়োগ শুধুই ভরা
ভাগের মধ্যে মনে পড়ে
শ্মশান পাড়ে পেয়ারা ভাগ করে খাওয়া
আর কিছুই নেই হিসেব খাতায়
চাওয়া পাওয়া কিংবা হিসেব মেলাবার।
অপর্ণা এখনও তোমার ঘোর কাটছে না?

বলছি
সেই যে স্কুলে একসাথে একই ক্লাসে পঞ্চম থেকে দ্বাদশ
দিনে দিনে গাঢ় হয়েছিল আবেগ থেকে বন্ধন।
তুমি আমায় আদর করে নাম রেখেছিলে অপু।
মনের মাঝে রয়ে গেছে শুধু তোমার দেওয়া ওই নামটুকু।

ক্রমশ...