দাগ
//////////
এখনো কিছু তাজা রক্তের
দাগ আছে চেয়ে,
কিছু রক্তের দাগ মিটে গেছে
চাকার ঘষা খেয়ে,
জ্বলন্ত আগুনের গোলা
বিদ্রোহের তরতাজা প্রাণ,
বাবুদের সুখ নিদ্রার ঘরে
ভরে ছিল বিষের ঘ্রাণ।
বাবুদের ঘাম গেল ঝরে
নিদ্রা গেল উড়ে
বিদ্রোহীর বিদ্রোহের ভাষা
মুছে দিল টুঁটি চেপে চিরতরে ।
শুধু জমাট বাঁধা চাপ চাপ রক্তের দাগ  
পড়ে আছে প্রতি ঘরে ঘরে।


সকালের বাদল লাল,
বিকেলের পড়ন্ত সূর্যটাও ঘুঁট ঘুঁটে লাল,
মায়ের চোখ লাল ,অশ্রুও লাল,
সন্ধ্যের শঙ্খ ধ্বনিতে মগজ
কান হলো আরো লাল।
তৃষ্ণার জলেও মিশে গেছে রক্তের লাল,
বদলে যাবে সময়,
রয়ে যাবে তাজা রক্তের দাগ?
স্বপ্ন পূরণ হবে আজ নয় তো বা আগামীকাল।