রাগ,রাগ,বীতরাগ,
     আর আছে অনুরাগ।
     দীপক,শ্রী,মেঘ,রাগ
     ভৈরব,কৌশিক,হিন্দোল রাগ


     রাগের উপর রাগ করি,
     দিয়েছি রক্ত রাগে পাড়ি;
     উঠিতে রাগ, বসিতে রাগ
      রাগের উপর গান ধরি।


     রাগের সাথে করে আড়ি,
     রাগিনীর সাথে ভাব করি।
     এক হাত ধরি ভৈরবীর সাথে,
     অন্য হাতে ভূপালী;
     আরো রাগ হয় যত,
     মুখে অত বলি নাকো।


( কবিতাটি লিখিবার আগে আমার ল্যাপ টপে কিছু সমস্যা তৈরি হয় যার ফলে আমি অজিতেশ নাগকে তার পাতায় আমার সমস্যার কথা জানাই এবং এর ফল স্বরূপ প্রচণ্ড রাগ করে এই কবিতাটি লিখি।অনেক দিন কবিতার আসর থেকে অনুপস্থিত এর কারণ,এখন আবার কবি বন্ধুদের কাছে আসতে পেরে খুব ভাল লাগছে।সবাই খুব খুব ভাল থাকুন
তাঁর আশীর্বাদে )