ফুল বাগানে ফুলের মালি
    মোঃ আব্দুল জলিল


ফুল বাগানে ফুলের মালি
করে ফুলের চাষ,
সেই ফুলেরই মধু নিতে
ভ্রমর সেথায় আসে বারোমাস।
কত কষ্ট করে মালি
সাজায় ফুলের বাগান,
রোদ বৃষ্টিতে ভিজে মালি
ঝড়ে কত না গাম।
সেই ফুলেরই মধু নিয়ে
ভ্রমর করে খেলা,
মধু আহরণে ভ্রমর
লিপ্ত থাকে সারা বেলা।
ফুলের মধু নিয়ে ভ্রমর
তুমি চলে গেলে,
ফুলের মধু শুকিয়ে গেলে
ফুলগুলো যে যায় ঝরে।
তাই দেখিয়া ফুলের মালি
নয়ন জলে ভাসে।।।।