যমুনার ঘাটে রাধা স্নানেতে যায়,
কালা তখন করতাল,মৃদঙ্গ বাজায়।


তা দেখে গোপি সবে রঙ্গ বোধ করে,
কাম বাসনা জাগে না তবু রাধার অন্তরে।


তখন সৃজিয়া সুবর্ণ বাঁশি মদনমোহন,
রাধা রাধা বোলে তোলে মিষ্টি মধুর তান।


বাঁশির সুরে রাধা রানী হয় পাগলপারা,
চৌদিকেতে দেখে শুধু কৃষ্ণের চেহারা।


কৃষ্ণ ধ্যান কৃষ্ণ জ্ঞান কৃষ্ণ অনুখন,
বংশীধারী কৃষ্ণ বিনে জ্বলে হৃদয় তনু মন।


ঘরেতে রয় না মন গোষ্টে পড়ে রয়,
কালা কালা করে শুধু জগত কালাময়।


ছলে বলে কলে রাধা যায় কালিন্দী কুলে,
প্রেম হুতাশান হয় অবসান কৃষ্ণ সাথে মিলে।