জীবন কোন খেলাঘর নয়
সমুদ্রের চেয়েও বিশাল বড়
তোমার প্রেমের বিশাল স্রোতে
মন আমার লন্ড-ভন্ড।

কাটছে জীবন,একেকটা দিন
নিয়ে বুকে ব্যথা
তবুও ভাবনার জগতে আছ তুমি
তোমায় বলব বলে-মনে হাজার হাজার কথা।

তোমার মনের মাঝে
একটু জায়গা পেতে
কত সময় কষ্টে কাটাই
হাজার স্বপ্ন গেঁথে।

আশা তবু রয়ে থাকে
রাতে গভীর স্বপ্নের মাঝে
তোমার দেখা পাব বলে
অপেক্ষা করি-সকাল,সন্ধ্যা,সাঝে।


কেন এত বেদনা
বুকের মাঝে দিলে?
কেন এত আশা দিয়ে
দূরে চলে গেল?

ভুলবনা তোমায় কোনদিনও
এই অভাগার আশা
একদিন না একদিন তোমায় নিয়ে
বাঁধব সুখের বাসা।