আজ গরিব বলে,অসহায় বোধ করি
আমার এই দেশে
ন্যায় কথা বলার অধিকার নেই
হয়রানী হতে হবে শেষে।

আজ গরিব বলে,আমার ভাইয়ের রক্ত ঝরে
রাস্তায় পড়ে থাকে লাশ
আমার বোন ধর্ষণ হয়
রাষ্ট্র কী এই দেশে সন্ত্রাস করে চাষ?

আজ গরিব বলে,অধিকার পাইনা
দেখতে পাই ধর্ষকদের স্বাধীনতা
এজন্যই কী ৭১'রে রক্ত ঝরল
মনে মনে ভেবে বুকে পাই ব্যথা।

আজ গরিব বলে,রাষ্ট্র আমার
মাথা নেয়নি কিনে
ন্যায়ের পক্ষে সংগ্রাম চলবে
অন্যায়ের স্রষ্টা-তোকে রাখব চিনে।

আজ গরিব বলে,অবিচার করিস
আমাদের মতো মানুষদের সাথে
মনে রাখিস রক্ষা পাবিনা
তোদের মারব ঘুঁতে ঘুঁতে।

আজ গরিব বলে,হেরে যাইনি মা
বেঁচে আছে তোমার সন্তানেরা
এক ফোঁটা রক্ত থাকতেও
সংগ্রাম করে যাব-বিরুদ্ধে হায়েনারা।