আমি রাকিব
আমি রাজন
খুনিরা আমাকে হত্যা করেছে
নরপশুদের মতন।

আমি রাকিব
আমি রাজন
বাঙালীর মনে প্রাণে ঘুরে বেড়াই
সত্যের বীজ করি বপন।

অমর হয়ে আছি
বাঙালির মাঝে
শুনতে কী পাও আমার কান্না?
সকাল-সন্ধ্যা-সাঝে।

আমি শিশু
করেছি হয়তো ভুল
যারা আমাকে  হত্যা করেছে
দেশ তুমি মাফ করনা তাদের একচুল।

আমার মত অনেক শিশু
হচ্ছে নির্যাতন
তাকিয়ে আমার মৃত্যু দেখে
সুশীল জনগন।

মলদ্বয়ের পাম্পার ঢুকিয়ে
হত্যা করেছে আমাকে
বাঁচার তখন কেউ ছিলনা
মরেছি ধুকে ধুকে।

আমি সব শিশুদের মাঝে
রয়ে থাকব সর্বদা
আবার আমাকে হত্যা করনা
যদি থাকে এতটুকু ভদ্রতা।