সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই
একথাটি সবার জানা
কাহার জানা নাই।
আমরা সবাই ধার্মিক
নিজ ধর্মে বিশ্বাস করি
ধার্মিক হয়ে লাভ কী বলেন?
যদি মানুষকে ভাল না বাসি।
মানব-ধর্ম শ্রেষ্ঠ ধর্ম
বলেছেন লালন সাঁই
চারপাশে ঘুরে দেখি
মানব-ধর্মী নাই।
কোথায় গেল মানব-ধর্ম
আমাদের লালন সাঁই
কুসংস্কার মুক্ত কবিতা লিখল
কেউ পড়েনা ভাই।
আমরা সবাই নামে ধার্মিক
কাজে ধার্মিক নই
মানুষকে না ভালবেসে
হানাহানি,হৈ চৈ।।।