চারপাশে কাল মেঘে ঢাকা পড়েছে দেশ।
দূর্নীতির ছড়াছড়ি নষ্ট হচ্ছে পরিবেশ।
কী বলবো মুখে কথা
লাভ হবেনা কোন।
কেউ হাসে কেউ কাঁদে
কেউ আবার পুড়ছে অনেক ফাঁদে।
দূর্নীতির কড়াল গ্রাসে পড়ছে মানুষ খাদে ।
চারদিকে প্রশ্ন ফাঁস
কত মানুষ হচ্ছে লাশ।
মেধাবীরা হচ্ছে নিঃস্ব
দেখছে এই বিশ্ব।
এভাবে চললে দেশ
থাকবেনা কারো মাথার কেশ।
কেউ হাসবে কেউ কাঁদবে
মানবো না কোন দিনও।