ডুবে ডুবে জল খান
সুলতান ব্যাপারী।
বান্টিটা শুনে বলে-
এ এমন কি ভারি?
আমিও তো জল কতো
ডুবে ডুবে খেয়েছি,
ননীদের ঘাটে গিয়ে-
যতো বার নেয়েছি!
এই নিয়ে এতো কথা?
এতো কিসে রটনা?
তৃষ্ণায় জল খাওয়া -
স্বাভাবিক ঘটনা!!
______________________
২৪/০৬/২০১৬ ইং