শিয়াল দেখেছো? খেকশিয়াল!
যে প্রাণী রাতের অন্ধকারে-
মুরগি চুরি করে খায়।


কিন্তু আমি দেখেছি শিয়াল না-
খেক শিয়ালও না। ভয়ানক-মানুষ-
যে মানুষ নারী খেকো।
লুটে নেয় সর্বস্ব।
জীবন করে দেয় অতিষ্ট।
নারীর চোখে অশ্রু ঝরে।


বাইরে সূর্যের উজ্জল আলো,
রুমের ভিতরে অন্ধকারে-
বালিশে মাথা গুজে
দুঃখিনি নারী কান্না করে!
আর বাইরে! হা হা! পাপীদার আনন্দে ঘোরে।


তবুও নেই কোনও বিচার,
সঠিক রায় সুবিচার।


তাই বলে কি কোনোদিন পাবে না সুবিচার?
নাকি কলঙ্কিত নারি দেখবে না-
নতুন ভোরের আলো আর।


শনিবার
০৩রা জুন ২০১৭ ইং