স্বাধীনতা তুমি আমার সোনার বাংলা
মাতৃভাষার জন্য করা আমার দেশের দাঙ্গা


স্বাধীনতা তুমি অতৃপ্ত বাসনা
জয় করেছি অনেক কষ্টে, আর আমরা হারাব না।


স্বাধীনতা তুমি পাকবাহিনীর হানা
দামাল ছেলের রক্তের বন্যা


স্বাধীনতা তুমি একাত্তরের বেদনা
ভাই হারানোর শোকে, বোনের অমন নিঃশব্দে কান্না।


স্বাধীনতা তুমি করেছ অনেক স্তব্দ
আকাশপথে যুদ্ধ করে মতিউর বীরশ্রেষ্ঠ।


স্বাধীনতা তুমি মায়ের হাঁসির সূচনা
এই মাকে কাঁদতে আর দিব না।


স্বাধীনতা তুমি এক জলন্ত চেতনা,
যেমন আমার লেখা কবিতার খাতা।


রবিবার
০৪ জুন ২০১৭