পুষ্প হাতে লইয়া
দাড়ায়ে কোন একজনে,
অপেক্ষা করিতে করিতে অক্ষি করিল বন্ধ।
সে কী জানিত না, তাহার লাগি কেহ
করিতে পারে অপেক্ষা?
নাকি সে জেনেও, জানতে চায়নি যে,
তাহার লাগি কেহ অপেক্ষা করিতেছে?


একদিন সে সত্য জানিল,
তাহার লাগি কেন অপেক্ষায় আছে।
বৃক্ষ, শৈল, সরিৎ অতিক্রম করিয়া,
আসিল সে দেখা করিতে।
কিন্তু, পেলনা তাহার দেখা।
লোচন বাহিয়া ঝড়িতে  লাগিল তাহার লোর।
অবশেষে, তাহারও মহাপ্রয়াণ ঘটিল তবে।