ডিসেম্বর মানে বিজয়ের মাস,
ডিসেম্বর মানে স্বাধীনতাকে অর্জনের মাস,
ডিসেম্বর মানে নিষ্ঠুরদের পরাজয়ের মাস,
ডিসেম্বর মানে ন’মাসের মৃত্যু খেলার শেষ মাস,
ডিসেম্বর মানে হাজারও মা-বোনের দুঃখের শেষ মাস।


ডিসেম্বর মানে লক্ষ লক্ষ শহীদের স্মৃতি,
ডিসেম্বর মানে কিছু জ্ঞানীদের নিস্তদ্ধতার স্মৃতি,
ডিসেম্বর মানে বঙ্গবন্ধুর স্মৃতি,
ডিসেম্বর মানে মুক্তির সংগ্রামের শেষ স্মৃতি,
ডিসেম্বর মানে এক সাগর রক্তের প্রতিদান।


ডিসেম্বর মানে ১৪ তারিখে বুদ্ধিজীবীদের স্মরণে,
১ নম্বরে পুষ্পস্তবক অর্পণের সারি।
ডিসেম্বর মানে ১৬ তারিখে সাভারে স্মৃতিসৌধের পাশে,
রঙিন ফুলের ব্যানারে শহীদদের শ্রদ্ধা।
ডিসেম্বরে লক্ষ শহীদদের জানাই শ্রদ্ধায় ফুলের তোরা।


ডিসেম্বর মাসে মনে পড়ে যুদ্ধের স্মৃতিকথা।
ডিসেম্বর মানে গৌরবকে অর্জন করা।
চিরদিন থাকবে তুমি  ডিসেম্বর,
অমর হয়ে সবার মাঝে।
সত্যিই তুমি অমর, তুমি ডিসেম্বর, তুমি অমর।