জীবন যুদ্ধে বীরের বেশে,
চলছি নিরন্তর।
যোগ-বিয়োগের খেলায়,
কেউ আপন কেউ হয় পর।।


সোনালী জীবনের প্রভাত বেলায়,
সূর্য দীপ্ত কিরণ।
মধ্যাহ্নের কালেও জীবনে,
প্রখর তাপের আবরণ।।


ত্রিমোহনী খেলায় আমি,
অসীম সাহসী বীর।
এক মোহনা জীবন,
অন্যটা জীবিকা আরটা শেষ নীড়।।


জন্মেরকালে প্রথম যুদ্ধ,
প্রতিকূল পরিবেশ।
পারিনি বলতে কি প্রয়োজন,
কান্নাই ছিল অবশেষ।।


পরের যুদ্ধ হাঁটার সাথে,
পড়ি উঠি বার বার।
যুদ্ধশেষে জয় করেছি,
কত পেয়েছি আঁছাড়।।


যুদ্ধ করেছি ভাষা শিক্ষার,
জিবে কত জট।
আব্বা-আম্মা ডাক শিখতেও,
পেয়েছি কত ছুট।।


চলছে যুদ্ধ বেঁচে থাকার,
চড়াই-উৎরাই কত।
এরইমধ্যে চলছে জীবন,
যদিও বাঁধা শত।।


হাঁটি হাঁটি পা পা করে,
বয়স বাড়ছে যত।
যুদ্ধটাই তীব্র হচ্ছে,
বাড়ছে ব্যাথা ক্ষত।।


রুটি রুজির বয়স হল,
বিদ্যার পাঠ চুকে।
যুদ্ধ জয়ের নেশায় এখন,
মরছি ধুকে ধুকে।