প্রেম: বন্ধুত্ব: বিয়ে
মুহা.জহিরুল ইসলাম অসীম


আচ্ছা ভূপেন,
সম্পর্ক শেষ হয়ে গেলে কি বন্ধুত্বটাও চলে যায়?


বন্ধুত্বটা যখন শেষ হয়ে যায় তখন বৃদ্ধ বয়সে এসেও ডিভোর্স দেয় সূবর্ন মোস্তফাকে। এখানে বিয়ে বা প্রেম নয়, বন্ধুত্বটাই আসল।


প্রেমের মধ্যে যদি বন্ধুত্ব না থাকে বা স্বামী স্ত্রীর মধ্যে যদি বন্ধুত্বটা না থাকে তবে লোক দেখানো মেকি একটা বাঁধনে আটকে থাকা ছাড়া আর কিছুই নয়।


মতের কিছু অমিল হলে সম্পর্কে ফাটল ধরে যায়, স্বার্থের বেঘাতেও ফাটে। কিন্তু এর পরেও ঐ মানুষটার অনিষ্ট করতে পরানটা কাঁপে। কারণ? বন্ধুত্বটা রয়েছে গেছে।


একজন ডাক্তার যেমন ডাক্তারি পড়া শেষ করে এসে পরে ডাক্তারি শিখে। প্রেমের মধ্যে তাই। প্রেমটা শেষ হয়ে গেলে ভালোবাসাটা ত্রিগুণ বাড়ে।