যে পথে চলা তোমার সে পথেই
স্বস্তি ফিরে পায় ক্লান্তিরা আমার,
পথ ধরে ফিরে যাও পথের শেষে
বিভোর হই অকৃত্রিম মায়ায় তোমার।


পথের পাশে আকাশমুখো বৃক্ষরা হেলে পরে
রাতে জ্যোৎস্না গলে পড়ে পথের অন্ধকারে,
তোমার মুগ্ধতায় তখনো পথের সাথী
বাড়ি ফিরবার তাড়া দেয় প্রকৃতি বারে বারে।


তোমার গন্ধে উন্মাতাল প্রেমিক এক
স্বার্থপরতায় মজে আছি তোমাতে,
তোমাকে দেবার নেই যে কিছুই
তবু ভালোবাসার দাবী শূন্য হাতে।


গহীনের স্রোতে তোমার ভেসে যাওয়া
সোনালী মায়ার চিরকুটে কী লিখে যাও,
তোমার হাওয়াতে দোলে জলরাশি
ঢেউ তোলে অহরহ কাগজের নাও।