পিছু ফেরনি বলে অবাক হইনি
খণ্ড কোনো মেঘও জমেনি আকাশে,
যদি স্বপ্ন ছুঁয়ে ফেলো হেঁটে হেঁটে
বরং প্রেরণার পালক হয়ে রব।
ছেড়ে যাবার ক্ষণে ব্যথা পাইনি,
স্বপ্নের সিংহাসন ছুঁতে গিয়ে
দুঃস্বপ্নের সুড়ঙ্গে যখন তোমার
ভয়াল আর্তচিৎকার! তখন
ব্যথা লাগে বুকে চিকন-ভীষণ
বুকের বাড়ি বাজে করুণ বেহালা।


শুরুতে আটকালে জানি
অভিযোগের আঙুল তুলতে
স্বাধীনতায় হস্তক্ষেপের জন্য
হয়তো দিয়ে বসতে দণ্ড!
আর এখন এসে বলছো-
কেন আটকালে না! কেন
জোর করে রুদ্ধ করিনি পথ!