নীল প্রকৃতি মাঝে,
নীল শাড়ীর ভাজে,
অপরূপ নীলাভ আকাশের কারুকাজে
নীল রঙে দুহাত রাঙানো সাজে সূর্যমুখী ফুল।

তোমার ওই নীলের সাথে মিশে
আমার পাঞ্জাবী ও নীলচে
হাতে ভালবাসার একগুচ্ছ কদম ফুল।

নীলিমার নীল দিয়ে যদি এগুত জীবন
নীল আকাশের নীল মেঘমালা ছুঁত তোমার মন,
দুর থেকে হাতছানি দেয় তারাদের দল
নীলপদ্ম ফোটা রোদেলা আলো বরষার জল।

নীল সুখের ঠিকানায় চঞ্চলতার বাতাস,
নীল আঁখিদ্বয় শুধুই তোমার চাঁদ মুখখানি চাহনির অতৃপ্ত অভিলাষ ।।