ভাঙ্গাকাঁচ, যেন আজ, লাগেনারে জোড়া!
শৈশব, কই সব... হারালি রে... তোরা?
দুরন্ত জীবনের সেই দিনগুলি-
ছি-বুড়ি, কানামাছি, গুলি, ডাংগুলি
কাঁদাজল, কোলাহল বালুধুলি মোড়া!
শৈশব, কই সব হারালি রে... তোরা?


আজ দেহ ভাঙ্গাতরী, স্মৃতি তোলে পাল
সেজে নেয়ে, যাই বেয়ে নদী,নালা খাল!
সোনালুর লাঠিয়াল-লাঠি ঝন্ ঝন্
হাতছানি দিয়ে ডাকে বাবলার বন,
ডানে বামে খুঁজে ফিরি ফেলে আসা কাল
স্মৃতি যেন- থামেনা, সে টগবগে ঘোড়া!
শৈশব, কই সব হারালি রে... তোরা?


বৈশাখে... ঐ শাখে,  আম, জাম, লিচু
আনারস, তরমুজ, আরো কতো কিছু
বাবুদের বাগানের পেয়ারা, কাঁঠাল,
স্বাদ তার জোটেনি আহা কতো কাল!
তবু সেই লোভ যেন- চাড়ছে না পিছু
স্বপ্নেই এসে শুধু.... ধরা দেয় ওরা!
শৈশব, কই সব হারালি রে... তোরা?


### ১৪ মে ২০১৭, লালমনিরহাট ###