ঘরের মানুষ যেমন তেমন-
সমাজে চাই দাম!
এভিডেভিট করে মতিন
বদল করে নাম!

'মতিন' হলো 'বাঘা মতিন'
নামে ভীষণ বড়াই,
মেজাজও তার বদলে গেলো
সারাটা ক্ষন চড়া-ই!

মানুক বা না মানুক লোকে-
আপনা মোড়ল সাজ!
জোয়ান বুড়ো অবাক সবে,
কোথায় শরম-লাজ?

যখন তখন যাকে তাকেই
চোখ রাঙিয়ে- হালুম!
কাল কি ছিলি? গাঁয়ের লোকে'
বেশ রয়েছে মালুম?

হম্বি তম্বি দেখলে বেশী
পেতে দিবেন ফাঁদ,
বাঘ বন্দী খেলায় ফেঁসে-
কাঁদবি সোনার চাঁদ!