"ন'টার টেরেন ক'টায় ছাড়ে
বলতে পারেন বাবু?"
এগারোটা পনেরো বাজে
দেখছে ঘড়ি হাবু!

নরম স্বরে বাবুজী কন-
"একটু সবুর কর,
দু-ঘন্টাতে আসবে টেরেন
নিলাম তো খবর!
তারপরে ধর অাধ-ঘন্টা
যাত্রী নামা-ওঠা,
ডেরাইভারের খানা-পিনা
এরপর তো ছোটা!"

হাবু ভাবে বাবুর এমন
আয়েশী ঢঙ কিসে?
রেলের যতো তেল-চর্বি
তার শরীরে মিশে?
বাবুর মতো কিছু লোকের
খাম-খেয়ালীপনা-
ফি-বছরেই কর্তৃপক্ষের-
লোকসান হয় গোনা!