সাহসী হও!
অধিকারের কথা কও!
তুমিও মানুষ
নত হয়ে কেনো রও?

হাঁড় জিরজিরে-
কংকালসার দেহ!
তাই বলে কি,
মাড়াবে অন্য কেহ?

জাগ্রত হও!
তুমি তো দুর্বল নও!
সাহসী হও!
স্বাধীনতার কথা কও!

২৬/১২/২০১৬