তুই বলেছিস বলেই আমি-
ঝাঁপ দিয়েছি জলে,
তোর কারণেই পাড়ার লোকে
আমায় পাগল বলে!

তোকে আপন করবো বলে
সব করেছি পর,
বুক বেঁধেছি ভালোবাসায়
তবে কিসের ডর?