বলছে কাককা-
রাসতা ফাককা
চলছে চাককা,
ধুম ধা-রাককা!

বাপের তুল কি?
ভাবছো ভুলকি?
রাখছো জুলফি!
খাচ্ছো কুলফী!

পরের কন্ধে-
আছো সা-নন্দে,
বাঁচো আনন্দে,
সাবাস বন্ধে !!

ভাবছো পাপ না,
এ অভিশাপ না,
বুঝবে আপনা-
নড়লে দাপনা!