বলবো কথা, শুনবো না।
লোকটা আমি সরকারী!
পাবলিকেরা সবাই ভেড়া
খাই যে রেঁধে তরকারী!

একে একে দুই-ই তো হয়,
আমার বেলায় চার হবে!
আমার সাথে পাংগা নিতে
অতো সাহস কার হবে?

ভুল বকছি? ভুলেই যাবি
কী ছিলো-রে বাপের নাম!
এই যে আমি বসে আছি-
এই চেয়ারের ভীষণ দাম!

_____________
০২ জুন ২০১৬, লালমনিরহাট।