লেখা-পড়া, পড়া-লেখা
যাই বলিনা কেনো;
লিখতে হলে পড়তে হবে
এটাই নিয়ম জেনো!

এই যে আসর- স্বরূপ হাসর
নিজকে তুলে ধরি,
অন্য যাঁরা__লিখেন তাঁরা,
তাঁদেরটা কি পড়ি?

তুমি যদি তোমার পাতায়-
নিজকে নিয়ে থাকো,
আমার কি দায়  ছুটতে হবে
যখন তুমি ডাকো!

‘হাম বড়া ভাব’ ভাবের অভাব
এটাই চির-সত্যি,
আমার কাছে এমন কবির-
মূল্যটা এক রত্তি!

লিখবো নিজে_পড়বো কি যে
লিখলো আজি অন্যে
তাতেই আসর_সুখের বাসর
কাব্য-জীবন ধন্যে!