কাঁকন বিবির কাঁকন দু'টি-
হারিয়ে গেছে মাঠে;
মন ভালো নেই ছুট্টি যে তাই-
সান্ধ‌্যকালীন পাঠে!

বুবুর বিয়ের ক'দিন বাকি!
কাঁকন ছাড়া চলবে নাকি?
কাঁদিসনারে...কিনবো কাঁকন -
রবিবারের হাটে!