ওমন নেতার গুষ্টি কিলাই
আমি হারু রোজ!
যে নেতারা দুখের দিনে-
নেননা কারোর খোঁজ!

ভোটের সময় নোটের জোরে
দেশ-দরদী সাজে!
ফুলের মতো চরিত্র কয়,
ফুল কি অতো বাজে?

যে নেতারা ভাবেন নাকো
জনগণের কথা-
তাদের সাথে কখনও নয়
হারুর সমঝোতা!