রাজাকার থেকে রাজা- বনেছিলি তুই!
বাপরে পাওয়ার কত? কোনখানে থুই?
পাজামা-পাঞ্জাবী গালে চাপদাড়ি
মুকুটে মানিকবাতি জ্বলে সারি সারি
ভাবখানা এই যেনো 'কি হনুরে মুই!'


রাবনের দেশে যেমন এক হনুমান-
পাজামার রশি ধরে দিলো জোরে টান?
টান খেয়ে রাজা ফের হলো রাজাকার
শুরু হয়ে গেলো কৃতকর্ম বিচার!
বিচারেই অবশেষে গেলো তার জান।।