( মেয়ে কখনো মায়ের সমান হতে পারে না। তবু আমি আমার একমাত্র মেয়ের মাঝে সময় সময় আমার মায়ের ছায়া খুঁজে পাই।আজকের কবিতাটি তাকে নিয়ে লেখা।)


ইলিক ঝিলিক চাঁদের মেয়ে
                 তোকে পেয়ে-
পেলাম আমি-
সাতটি রাজার ধন!


ভালোবাসার  অমোঘ টানে
                   মনে প্রাণে-
সাজলি আমার-
সবচে' আপন জন।।


এখন  আমি  তোকে ছাড়া-
                  দিশে হারা;
যেমন শিশু
হারিয়ে কাঁদে মাকে।


জানিস নারে তুই যে কতো
                মায়ের মতো
এমন বাঁধন-
কার সাথে বল থাকে?


### ০৮ মে ২০১৭, লালমনিরহাট ###